১০/১১/২০২৫, ৮:১৫ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৮:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে জমি দখলকে কেন্দ্র করে একাধিকবার হামলা, গুরুতর আহত ২

বিজ্ঞাপন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আকলম ও জগন্নাথকাঠী এলাকায় জমি দখলকে কেন্দ্র করে সংঘটিত হামলায় দুই ভাই গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী মোঃ ছিদ্দিকুর রহমান (৬৪) অভিযোগ করেন, বিবাদীরা পরিকল্পিতভাবে জমি দখলের জন্য তার ও তার পরিবারের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। প্রথম হামলার ঘটনা ঘটে ২৪ সেপ্টেম্বর রাতে, যখন একদল বহিরাগত সন্ত্রাসী তাদের ভোগদখলীয় জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা চালায়।

এরপর ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় আবারও হামলা চালানো হয়, যখন তারা স্থানীয় জনসাধারণকে বিষয়টি জানাতে মাহামুদকাঠী ইউনিয়নের ইউনুসের বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় আসামিরা ছিদ্দিকুর রহমানের ভাই মোঃ আসলামকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করেন।

রাতেই আরও একটি হামলার ঘটনা ঘটে, যখন মোঃ ফিরোজ তার আহত ভাইকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে জগন্নাথকাঠী বন্দরে পৌঁছালে সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, অভিযুক্তরা ভূমি দস্যু এবং জাল কাগজপত্র তৈরি করে তাদের সম্পত্তি জবরদখলের চেষ্টা করছে। যদিও মামলাসহ একাধিক অভিযোগ চলমান রয়েছে, তবুও বিবাদীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে যাচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে।

অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোঃ ফরিদ, ইফতি, মোঃ মুহিদুল ইসলাম, মালও পারভেজ দিপুর, মাসুদ রানা, মোঃ বাকির হোসেন, কাকলী ও মোগড় কহিনুর ,

নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

পড়ুন: শেখ হাসিনার জন্মদিন পালনের সময় ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

দেখুন:গাজীপুরের শ্রীপুরে পুরো একটি গ্রামজুড়ে নানা ঔষধি গাছ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন