পিরোজপুরের ঐতিহ্যবাহী তেজদাসকাঠী কলেজে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং তাদের শিক্ষাজীবনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলে সমাজ ও দেশের কল্যাণে কাজ করাই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।
নবীন বরণ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শিক্ষক, শিক্ষার্থীসহ কলেজের বিভিন্ন স্তরের মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
পিরোজপুর, তেজদাসকাঠী কলেজ, নবীন বরণ, কলেজ অনুষ্ঠান, শিক্ষার্থী অনুষ্ঠান, জমকালো আয়োজন, কলেজ লাইফ, স্থানীয় শিক্ষা সংবাদ, শিক্ষার্থী জীবন, ছাত্রছাত্রী অনুষ্ঠান
পড়ুন: মানব পাচারে জড়িত চীনা নাগরিকসহ ২ জন আটক, ৩ ভুক্তভোগী উদ্ধার
দেখুন: যশোরে হরিহর নদ দখল করে চলছে মাছ চাষ, বালু উত্তোলন
ইম/


