আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জ কারাগার এলাকায় স্থাপিত অস্থায়ী আদালতের জজ ইব্রাহিম মিয়া এজলাসে এলে পিলখানায় হত্যাকাণ্ডে বিস্ফারক দ্রব্য আইনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আজ আদালতে সাক্ষ্য দিচ্ছেন ২শ ৮৫ নম্বর সাক্ষী মেজর হাসানুদ্দৌলা।
এর আগে, গত ২৩ জানুয়ারি দীর্ঘ ১৬ বছর পর পিলখানায় হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনে জামিন পান ১৬৮ বিডিআর সদস্য।

পিলখানায় হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিরুদ্ধে বিচারকাজ শুরু হয় ২০১০ সালে।
কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম একপ্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। যে কারণে এ মামলার বিচারকাজ ঝুলে যায়।

প্রসঙ্গত, পিলখানায় হত্যাকাণ্ডে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।
হাত হারানো নাঈমকে ক্ষতিপূরণ না দেয়ায় ওয়ার্কশপ মালিককে হাজিরের নির্দেশ
পড়ুন:কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ১২৬ জন বিডিআরের জওয়ান
দেখুন:পিলখানা হ*ত্যা মামলার আপিল শুনানি এ বছরই: অ্যাটর্নি জেনারেল |
ইম/