30 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

পীরগঞ্জে শত শত পূণ্যার্থীর অংশগ্রহণে গঙ্গা স্নান

শত শত পূণ্যার্থীর অংশগ্রহণে ১ দিনব্যাপী গঙ্গা স্নান শুরু হয়েছে। শনিবার (১৫ এপিল) সকালে পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ শ্রী শ্রী শ্মশান কালি পূজা ও নববর্ষ উদযাপন উপলক্ষে সতীর ঘাটে টাঙ্গন নদীতে ভোর থেকে শুরু হয় ১ দিনব্যাপী এ পূণ্যস্নান।

পাপমুক্ত হয়ে পূণ্য লাভের আশায় ভোর থেকে শত শত পূণ্যার্থী টাঙ্গন নদীর সতীর ঘাটে ভিড় জমাতে থাকেন। 

পূণ্যার্থীরা জানান, অন্য যে কোনো স্নানের চেয়ে এ স্নানে হাজার হাজার গুণ পূণ্য বলে বিভিন্ন জেলা থেকে তারা গঙ্গা স্নান করতে এসেছেন।

এছাড়াও পূণ্যস্নানের পরে আয়োজন করা হয় কালী পূজাসহ প্রায় ৭ ধরনের পূজা ও কীর্তন। এ উপলক্ষে শ্মশান কালি ঘাটে ও নদী এলাকায় দূরদূরান্ত থেকে এসে জড়ো হয়েছে সাধু সন্ন্যাসীরা।

এ সময় পীরগঞ্জ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, পূজা আয়োজক কমিটির তপন কুমার রায়, দেবেন চন্দ্র রায়, মন্টুরাম রায় সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পূজা আয়োজক কমিটির সভাপতি সুকমল রায় বলেন, বছরের এই সময়টায় প্রতিবছর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে পূণ্যার্থীরা এখানে সমবেত হন। 

পড়ুন: নাটোরে শত শত পূণ্যার্থীর অংশগ্রহণে ২শ বছরের পুরনো গঙ্গাস্নান উৎসব

দেখুন: তিস্তা ও গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে মমতার হুঁশিয়ারি | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন