ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ঐতিহ্যবাহী পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস ক্লাব হল রুমে একটি আলোচনা সভা করেন তিনি।

আলোচনা সভায় প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সহ -সভাপতি ফজলুল কবীর ফকির ,সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সম্পাদক মনছুর আহম্মেদ,অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল সরকার, সাবেক সহ – সভাপতি বুলবুল আহমেদ, সাহিত্য ও দপ্তর সম্পাদক বাদল হোসেন, সংবাদিক বিষ্ণুপদ রায়, নূর নবী রানা, জাকির হোসেন, সাইদুর রহমান মানিক, মজিবুর রহমান,আবু তারেক বাঁধন, লিমন সরকার সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহাম্মেদ এর মতবিনিময় সভায় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ,পীরগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওহিদুর জামান নবীন,পীরগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর জামান আতিক, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক, জাকির হোসেন বাপ্পী , মোঃ রাসেল, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সৈকত প্রমুখ।
উল্লেখ্য যে, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহাম্মেদ ঠাকুরগাঁও- ৩ আসনের ( পীরগঞ্জ – রানীশংকৈল) উপজেলার জওগাঁও গ্রামের কৃতি সন্তান। তিনি ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী। তিনি ঠাকুরগাঁও – ৩ আসনে প্রার্থী হয়ে নির্বাচিত হলে ব্যাপক উন্নয়ন করবেন বলে আশ্বাস দিয়েছেন।