১৪/০৬/২০২৫, ১৬:২৭ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৬:২৭ অপরাহ্ণ

পীরগঞ্জ সীমান্ত থেকে ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে আটক বাংলাদেশি তিন নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরাক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৯ জুন) সকালে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। দুপুরে বিজিবি তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ করেছে।

আটকরা হলেন দিনাজপুর জেলার বিরল উপজেলার চাপাই গ্রামের সজীব চন্দ্রের ছেলে স্বদেশ চন্দ্র (২৫) একই গ্রামের মৃত কান্দুরার ছেলে দিলীপ চন্দ্র রায় (৩৫) এবং খট শিবপুর গ্রামের বাবুল চন্দ্রের ছেলে দুর্জয় চন্দ্র (২০)।

বিজিবির বৈরঢূনা ক্যাম্পের কম্পানি কমান্ডার আবু বক্কর সিদ্দিক জানান, আটককৃতরা বেশ কিছুদিন ধরে ভারতে অবস্থান করছিল। সোমবার ভোরে তারা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতের বামর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। পরে এ নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে বৈরঢূনা সীমান্তের ৩৪২ নম্বর পিলার এলাকায় বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ওই তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে ওই তিন ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছে বিজিবি।

পড়ুন : পীরগঞ্জে অপরিপক্ক ফলে সয়লাব বাজার, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতা-ভোক্তা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন