পুঁজিবাজারের গুণগত সম্প্রসারণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে, বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি। বাজেট সামনে রেখে, এক সংবাদ সম্মেলনে এ বিষয়গুলো তুলে ধরা হয়। এদিকে, পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর অন্তরায় হিসেবে, সমন্বয়হীনতাকে দূষছেন বিনিয়োগকারীরা।
প্রতি বছর বাজেটের আগে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি। এবারের আয়োজনে উঠে এলো, পুঁজিবাজারের উন্নয়নে নানান প্রস্তাবনার কথা। তুলে ধরা হলো, স্বল্প ও মধ্যমেয়াদী পরিকল্পনার কথা।
এসব লক্ষ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বাড়ানো ও কার্যকর বন্ড মার্কেট চালু করা। এছাড়া রয়েছে বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানো, পণ্য বৈচিত্র্যকরণ, ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানো।
নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করতে, চট্টগ্রামে কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রমের বিষয়টিও তুলে ধরেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির কর্মকর্তারা।
ফোরাম অব চট্টগ্রামের এই প্রতিনিধি বলেন, সিএসইর দায়িত্বশীলদের দুর্বলতা রয়েছে। বিনিয়োগকারীদের সঙ্গে দূরত্ব রেখে, পুঁজিবাজারকে চাঙা করা যায় না।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং দেশের দুই স্টক এক্সচেঞ্জের সমন্বয় থাকলে, পুজিঁবাজার ঘুরে দাঁড়াতে বাধ্য।