পুঁজিবাজারে নেই স্বস্তি। তলানিতে পড়ে থাকা লেনদেনে সিকিউরিটিজ হাউজ-মার্চেন্ট ব্যাংকগুলো পড়েছে অস্বিত্ব সংকটে। তারওপর আসন্ন ঈদ নিয়ে বিনিয়োগকারীদের তৈরি হয়েছে শঙ্কা।
গেল ৭ মাসে পুঁজিবাজার দেখেনি হাজার কোটি লেনদেনের মুখ। শেয়ার দরের তলানিতে বাজার মূলধনের অবস্থা নাজুক। দিনের পর পুঁজি হারিয়ে বিনিয়োগকারীদের আসন্ন ঈদ করতে হচ্ছে লোকসানের বোঝা নিয়ে। ধুকরে চলা পুঁজিবাজারে সংকটে সিকিউরিটিজ হাউজ-মার্চেন্ট ব্যাংক।
তবে চলমান পরিস্থিতি উত্তোরণে এ মূহূর্ত্বে প্রয়োজন ভিন্ন কিছু করার। সরকারি কোম্পানি এবং বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তির পক্ষে বিশেষজ্ঞরা।
পুঁজিবাজারের প্রাণ বিনিয়োগকারীরা। কিন্তু তারা যদি অনাস্থায় থাকেন তবে ভালো হবে না পুঁজিবাজার। অন্যদিকে আস্থা ফেরাতে প্রয়োজন পুঁজিবাজার ভালো করা।
এনএ/