24 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

পুঁজি হারিয়ে নি:স্ব বিনিয়োগকারীরা, বিএসইসিতে নিরাপত্তা জোরদার

দেশের শেয়ারবাজার এক প্রকার পঙ্গু অবস্থায় পড়ে রয়েছে। নেই নতুন বিনিয়োগ। যেসব বড় প্রতিষ্ঠান ও ব্যক্তি বিনিয়োগকারী রয়েছেন তারা আতঙ্কে সাইডলাইনে বসে রয়েছেন। কারণ নতুন বিনিয়োগ করলে শেয়ার দরে ইতিবাচক প্রভাব পড়ে। কিন্তু যখনই শেয়ার দর বৃদ্ধি পায় তখনই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) লাগাম টেনে ধরতে তদন্ত ও জরিমানার আশঙ্কা রয়ে যায়। যে কারণে বর্তমান বিএসইসির নিয়ন্ত্রণে বিনিয়োগ নিরাপদ না হয় হাত গুটিয়ে বসে রয়েছেন অনেকে।

এদিকে পুঁজি হারিয়ে নি:স্ব হয়ে রাস্তায় নেমে এসেছেন বিনিয়োগকারীরা। মতিঝিল থেকে আগারগাঁও বিএসইসি ভবনের সামনে মানববন্ধন করে চলেছেন তারা। তাই বিনিয়োগকারীরা যাতে কমিশন ভবনে কোন অঘটন সৃষ্টি করতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জানা যায়, আজ ৭ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮১ শতাংশ বা ৪৩.৭২ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৩৩৫.০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৮৯.৩৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.০৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৪২.২২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ২৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.৩৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৮৬ লাখ ২ হাজার ২১১ টি শেয়ার ১ লাখ ১৯ হাজার ১৮৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬৬ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৬ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৩ শতাংশ বা ৮৩.৮১ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৫ হাজার ৩৭৮.৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩০.৪১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৯০.৮৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৬.৫৪ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৯৬৪.৩১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছিল ১৮০ টির, কমেছিল ১৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৫.৯২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৯৮৫ টি শেয়ার ১ লাখ ২৯ হাজার ২৯২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৬৮ কোটি ১৮ লাখ ৮৭ হাজার টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৮ শতাংশ বা ১০৪.৫২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ১৬৭.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০ টির, কমেছে ৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৪ লাখ ১১ হাজার ৭৪৭ টাকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন