26 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

বছর শেষে কোথায় কোথায় যাচ্ছে পুঁজিবাজার?

ঘটনাবহুল ও রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে শেষ হচ্ছে ২০২৪ সালের পুঁজিবাজার। বিদায়ী বছরের হতাশাকে পেছনে ফেলে আগামী বছরের দিকে চেয়ে আছেন ক্ষতিগ্রস্তরা। কমিশনও দিচ্ছে ইতিবাচক আশ্বাস।

২০২৪ সালে ফ্লোর প্রাইসের বিধিনিষেধ, মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী ধারা, মুদ্রাবাজার ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি দেশী বিদেশী বিনিয়োগকারীদের কাছে করে তুলেছে আকর্ষণহীন। বিনিয়োগকারীদের একটি বড় অংশ মুখ ফিরিয়ে নেয়ায় গতি হারায় পুঁজিবাজার।

বছর শেষে কোথায় কোথায় যাচ্ছে পুঁজিবাজার?
বছর শেষে কোথায় কোথায় যাচ্ছে পুঁজিবাজার?

বছরের পুরোটা সময়ই ছিল হতাশাজনক। ২০২৪ সালের ১ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৬ হাজার ২৩৩ পয়েন্ট। বছরের শেষ দিকে ২৯ ডিসেম্বর তা দাঁড়িয়েছে ৫ হাজার ২০৫ পয়েন্টে। ১ জানুয়ারি ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৮০ হাজার ৮২৩ কোটি টাকা। এখন তা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৬২ হাজার কোটি টাকায়। এক বছরের ব্যবধানে ডিএসই বাজার মূলধন হারিয়েছে এক লাখ ১৮ হাজার কোটির বেশি।

সরকার পতনের পর বাজারের স্বার্থে কিছু পদক্ষেপ নিয়েছে নতুন কমিশন। কারসাজির অভিযোগে কারও কারও বিরুদ্ধে নিয়েছে শাস্তিমূলক ব্যবস্থা। পাশাপাশি চলছে টাস্কফোর্সের কাজ। এখন বিনিয়োগকারীরা তাকিয়ে আছেন ২০২৫ সালের দিকে। প্রত্যাশা, ভালো কিছু দেখার।

সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তা, নেগেটিভ ইক্যুইটির সমাধান, সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোর বাজারে তালিকাভুক্তকরণ এবং কর নীতিতে পরিবর্তন আনা হলে আবারও চাঙ্গা হবে শেয়ারবাজার।

টিএ/

দেখুন: আর কতো পুঁজি হারাবেন বিনিয়োগকারীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন