22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইভা আক্তার নামে দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।  

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের পূর্ব দ্বীপেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ইভা আক্তার ওই গ্রামের হিমেল মিয়ার মেয়ে।

ইভা আক্তার পরিবারের বরাত দিয়ে আড়াইবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন বলেন, আজ সকালে শিশুটি তার সমবয়সীদের সঙ্গে বাড়ির বাইরে খেলছিল। খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে নামে। পরে সেখানে দুইজন পথচারী যাওয়ার সময় ওই পুকুরে এক শিশুর মাথা ডুবে থাকতে দেখেন। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পুকুরে নামেন। এ সময় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন শিশু ইভা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন