০৮/১১/২০২৫, ১:২৯ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ১:২৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৫টি পুরষ্কার নিয়ে আরটিসি ট্রেনিং শেষ করলেন চাঁদপুরের রোটার‍্যাক্ট অমরেশ দত্ত

কৃতিত্বের সাথে ৫টি সেরা পুরষ্কার নিয়ে আরটিসি ট্রেনিং-২০২৫ সফলভাবে শেষ করেছেন চাঁদপুরের রোটার‍্যাক্ট অমরেশ দত্ত জয়।

বিজ্ঞাপন

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি বিকালে ট্রেনিং শেষে ৫টি পুরষ্কারের তথ্য নিশ্চিত করেন। রোটার‍্যাক্ট অমরেশ দত্ত জয় হচ্ছেন রোটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের ভাইস প্রেসিডেন্ট।

জানা যায়, অমরেশ দত্ত জয়ের অর্জনগুলো হচ্ছে বেকারের আত্মকাহিনী শিরোনামে একক অভিনয়ে ১ম, রম্য সংবাদ শিরোনামে দ্বৈত অভিনয়ে ১ম, খ্যাতির বিড়ম্বনা নিয়ে আরজে’ এর অভিনয়ে ৩ জনের অভিনয়ে ১ম, সেকালের সিনেমা শিরোনামে দলগত অভিনয়ে ১ম এবং দলগত শিষ্টাচারে তাদের দল ভিশনারিজ এর হয়ে বেষ্ট টিম হিসেবেও ১ম স্থান অর্জন করেন।

বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফা‌রেন্স কক্ষে এই কর্মশালার সমাপনী অনু‌ষ্ঠিত হয়। এই কর্মশালায় সারা দেশ থেকে রোটারি ইন্টারন্যাশনালের ৩৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। এবারের স্লোগান ছিলো `প্রজন্মের সেতুবন্ধন, আগামীর নির্মাণ।’ ছয় দিনব্যাপী এই কর্মশালার সমাপনীতে গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্স‌টি‌টিউ‌টের (জিটিআই) পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকৃ‌বির উপাচার্য অধ্যাপক ড এ‌ কে ফজলুল হক ভূঁইয়া। বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির ছাত্র বিষয়ক উপ‌দেষ্টা অধ্যাপক ড মো শ‌হীদুল হক, প্রক্টর অধ্যাপক ড মো আব্দুল আলীম, বাকৃ‌বির‌ শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি অধ্যাপক ড মো র‌ফিকুল ইসলাম সরদার, বাংলা‌দেশ‌ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ড মো মে‌হেরুল হাসান এবং কোর্স কো অর্ডিনেটর মোজা‌ম্মেলহকসহ অন্যান্য রোটারিয়ান সদস্যরা।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অমরেশ দত্ত জয় বলেন, শিক্ষার্থী‌দের পেশাগত এবং আত্ম-উন্নয়নের জন্য রোটার‍্যাক্ট অন্যতম সংগঠন। এখা‌নে তা‌দের দক্ষতা বৃ‌দ্ধির জন্য প্রত্যেক বছর প্রশিক্ষ‌ণের ব্যবস্থা করা হয়। যেখা‌নে অ‌ফিস ব্যাবস্থাপনা ও প‌রিকল্পনাসহ নানান বিষ‌য়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এখন পর্যন্ত রোটার‍্যাক্ট অব এ‌গ্রি ভা‌র্সিটি ক্লাব ১ হাজার ৪৭৭ জন‌ শিক্ষার্থী‌কে প্রশিক্ষণ দি‌য়ে‌ছে। দে‌শের প্রতি‌টি ক্লাব থে‌কে প্রতি‌যো‌গিতার মাধ্যমে ১জন ক‌রে প্রশিক্ষ‌নের সু‌যোগ পায়।

তিনি আরও বলেন, আমিও রোটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের থেকে এখানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। আশা করবো এখান থেকে প্রাপ্ত শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দে‌শের আর্থসামা‌জিক উন্নয়‌নে দে‌শের নানান কর্মক্ষে‌ত্রে দক্ষতা ও সুনামের সা‌থে কাজ করে যাবো। আমার চলার পথের শুভকামনায় সকলের আশির্বাদ প্রত্যাশা করছি।

এনএ/

দেখুন: র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের করভি 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন