27.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

পুলিশের এসি তানজিল এবং কনস্টেবল আকরামকে ট্রাইবুনালে হাজির করার নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিবিদ্ধ বন্ধুকে টেনে নিয়ে যাওয়ার সময় রাজারবাগ পুলিশ লাইনসের উপ-পরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে কলেজ শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার সহকারী পুলিশ কমিশনার (এসি) তানজিল আহমেদকে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পুলিশের এসি তানজিল এবং কনস্টেবল আকরামকে ট্রাইবুনালে হাজির করার নির্দেশ

সেই সঙ্গে গাজীপুরের কোনাবাড়ী থানার পাশে শরীরে ঠেকিয়ে গুলি করে কলেজ ছাত্র মো. হৃদয় (২০) হত্যা মামলায় পুলিশের কনস্টেবল মো. আকরাম হোসেনকে হাজির করার নির্দেশ ট্রাইব্যুনালের। আগামি ২০ জানুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল।

গত ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশি গুলিতে কলেজছাত্র ইমাম হাসান তাইম মারা যান। তার মা মোসা. পারভীন আক্তার বাদী হয়ে ছেলে তাইমকে হত্যার অভিযোগে ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, পুলিশের নির্দেশে বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল ও গুলি চালানো হয়, যা তাইমের মৃত্যুর কারণ হয়।

এদিকে গাজীপুরের কোনাবাড়ীতে গত ৫ আগস্ট কলেজছাত্র মো. হৃদয়কে অতি উৎসাহী হয়ে গুলি করে হত্যা করেন কনস্টেবল মো. আকরাম হোসেন। এ ঘটনায় হৃদয়ের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, হৃদয় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তাকে চড়-থাপ্পড় দেওয়ার এক পর্যায়ে আকরাম হোসেন গুলি করলে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।

দেখুন- পুলিশের চেষ্টায় ঘাটতি নেই, তারপরও গুলশান যেন গুলিস্থান!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন