সিরাজগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনে নিহত হন মাদ্রাসা ছাত্র হাফেজ সিয়াম হোসেন, কলেজছাত্র সিহাব আহম্মেদ ও তাঁত শ্রমিক ইয়াহিয়া। হত্যার বিচার চান তাঁদের পরিবার।
এনায়েতপুর থানার গোপরেখী গ্রামের দরিদ্র পরিবারের সন্তান হাফেজ সিয়াম হোসেন। পড়াশোনার পাশাপাশি মসজিদে মুয়াজ্জিনের চাকরি করতেন সিয়াম। সিয়ামকে হারিয়ে এখন বাকরুদ্ধ পুরো পরিবার।
মাকে এক ঘন্টার জন্য বাড়ির বাইরে যাওয়ার কথা বলে আর ফিরেনি সিয়াম। অংশ নেয় বৈষম্যবিরোধী আন্দোলনে। এসময় পুলিশের এলোপাথারি গুলিতে নিহত হন তিনি।
একই আন্দোলনে নিহত হন এনায়েতপুরের মাধবপুর গ্রামের কলেজ পড়ুয়া সন্তান সিহাব আহম্মেদ। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। নানা সামাজিক কর্মকান্ডে যুক্ত ছিল সে।
এছাড়া খুকনী ঝাউপাড়া গ্রামের ইয়াহিয়া আন্দোলনে গিয়ে গুলিতে নিহত হন। পিতাহীন সন্তান ও স্বামীহারা তার স্ত্রী কাটাচ্ছেন দুর্দিনের সময়। পরিবারের এই মানুষ গুলোকে হারিয়ে আহাজারি যেন থামছেই না।
সরকার পতনের দিন এভাবে নিহত হয়েছেন অনেকগুলো তাজা প্রাণ। হত্যার বিচারসহ তিন পরিবারের জন্য সহায়তায় সরকার এগিয়ে আসবেন বলে আশাবাদী স্থানীয়রা।