পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোদাব্বির হোসেন চৌধুরী আজ বৃহস্পতিবার ভোরে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক জানান, মোদাব্বির হোসেন গুলশানের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, রাজারবাগ পুলিশ লাইনসে আজ বেলা তিনটার দিকে মোদাব্বির হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আইজিপি বাহারুল আলমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশ নেন।
জানাজা শেষে মোদাব্বির হোসেনের কফিনে আইজিপি বাহারুল ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর মোদাব্বির হোসেনের মরদেহ গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা। দীর্ঘদিন ধরে তিনি হৃদ্রোগে ভুগছিলেন।
মোদাব্বির হোসেন চৌধুরী ২০০২ সালে আইজিপির দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং সিলেটের পুলিশ কমিশনারও ছিলেন। ২০০৫ সালে সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।
পড়ুন : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন