17 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪

পুলিশে সৃষ্ট সংকট শিগগিরই কাটিয়ে ওঠা যাবে: ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিভাগে সৃষ্ট সংকট শিগগিরই কাটিয়ে ওঠা যাবে বলে মন্তব্য করেছেন ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) পুলিশের বিভিন্ন অপারেশনাল সাফল্য নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তালেবুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন ঘিরে আংশিক বা পরিপূর্ণভাবে ২২টি থানা পুড়ে গেছে। অল্প সময়ের মধ্যে সংকট কাটিয়ে ওঠা যাবে।’

তিনি বলেন, ‘অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। কতটা অস্ত্র লুট হয়েছে সেটা দ্রুত সময়ে জানা যাবে। অস্ত্র বেশির ভাগ সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে, এটাও সাফল্য।’

তিনি আরও বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা যাতে না নামতে পারে, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। এখন পর্যন্ত ৭৩৪টি মামলা এবং ৩১ লাখ টাকার মতো জরিমানা করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন