17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

পুলিশ প্লাজার নামে জমি দখল করে ব্যবসা এসপি আনিসের

জোড়পূর্বক জমি দখল করে বছরের পর বছর কোটি টাকা লুটে নেয়ার অভিযোগ উঠেছে যশোরের সাবেক পুলিশ সুপার আনিসুর রহমান এর নামে। ফলে পথে বসেছে হাজারো ব্যবসায়ী। রাজনৈতিক পটপরিবর্তনের পর দ্রুত মেলা অপসারণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

পুলিশ সুপার হিসেবে যশোরে যোগদানের পর থেকে হত্যা, মাদক, দখলবাজী, দুর্নীতিসহ নানা অপরাধে জড়জড়িত ছিল এসপি আনিসুর রহমান। যশোর শহরের গাড়ীখানার ৪.৩০ একর খাস জমিতে বসবাস করা ৪০ টি পরিবারকে ২০১৬ সালে জোড়পূর্বক রাতারাতি ঘরছাড়া করে, পরদিন সেখানে পুলিশ ক্লাবের সাইনবোর্ড ঝুলিয়ে দেয় আনিস।

এই জমিতে অনির্দিষ্ট কালের জন্য মেলার নামে জায়গা ইজারা দিয়ে ব্যবসা শুরু করেন এসপি আনিস। যার ফলে পথে বসতে হয়েছে শত শত ব্যবসায়ীকে।

তৎকালীন জেলা প্রশাসক জোরপূর্বক দখলকৃত সরকারী জমি থেকে পুলিশের স্থাপনা সরিয়ে নিতে পুলিশ সুপারকে চিঠি দিলেও গুরুত্ব দেয়নি এসপি আনিস, বরং পুলিশ ক্লাব নাম বদলে রাখা হয় পুলিশ প্লাজা।

জেলা প্রশাসকের নামে পুলিশ প্লাজার জায়গা রেকর্ড হওয়ায় অবৈধ দখলমুক্ত হতে যাচ্ছে সরকারের ৪.৩০ একর জমি। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মনে।

অচিরেই দখলমুক্ত হয়ে ফের নীড়ে ফিরতে পারবেন সেদিনের বঞ্চিতরা। প্রকৃত ব্যবসায়ীরাও স্বাচ্ছন্দ্যে ব্যবসা কর‍তে পারবেন এমনটাই প্রতাশ্যা সবার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন