পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও তারা পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার উপায় নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশ এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এনএ/