চারিদিকে ডাকাতির আতঙ্ক নিয়ে রাত পার করলো রাজধানীবাসী। বিভিন্ন এলাকায় পাহারা বসিয়ে অস্ত্রসহ বেশ কয়েকজনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তরও করেছে ছাত্র-জনতা। এলাকাভিত্তিক পাহারা বসিয়ে রাতভর চলেছে ডাকাত প্রতিহতের চেষ্টা।
শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর গত ৫ আগস্ট প্রাণ বাঁচাতে অনেক থানা শূন্য করে চলে যান পুলিশ সদস্যরা। অগ্নি সংযোগ আর ভাংচুর করা হয় কয়েকশ থানা। আহত নিহত হয় অনেক পুলিশ সদস্য। পরদিন থেকে সারা দেশে কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ পুলিশ অধস্থন কর্মচারী সংগঠন। এতে সারাদেশের সব থানা পুলিশ শূন্য হয়ে পড়ে। এরপর থেকেই মানুষের মাঝে বিরাজ করছে আতঙ্ক।
এরইমধ্যে বিভিন্ন এলাকায় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। অনেকে আবার রাত জেগে পাহারা দিচ্ছেন নিজেদের এলাকা। এলাকাভিত্তিক পাহারা বসিয়ে রাতভর চলেছে ডাকাত প্রতিহতের চেষ্টা। আতঙ্ক ছড়িয়ে পড়লে করা হয়েছে মাইকিংও।
রাতে রাজধানী, ধানমন্ডি মোহাম্মাদপুর, বসিলা, ইসিবি চত্বর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া গেছে। এরমধ্যে ইসিবি চত্বর থেকে দুইজনকে আটকের পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এমন পরিস্থিতি থেকে বের হতে চান নগরবাসী। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
আইএসপিআর থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।