নেত্রকোনার আটপাড়ায় পুলিশের এসআই জাহিদুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন দৈনিক পত্রিকার ও মিডিয়ায় সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ জুন) দুপুরে এসআইয়ের পরিবার ও এলাকাবাসী ব্যানারে আটপাড়া উপজেলার শুনই নতুন বাজারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সন্মেলনে এসআই জাহিদুল হাসানের বড় ভাই মো. রতন মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে এসআইয়ের বাবা মো. সুলতান মিয়া, মা মোছা. রীনা আক্তার, স্থানীয় ইউপি সদস্য নূরুজ্জামান, এলাকাবাসী টিটু খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মো. রতন মিয়া বলেন, ঈদের ছুটিতে এসআই জাহিদুল হাসান বাড়িতে আসেন। তিনি কাউকে মারধর করেননি। অথচ স্থানীয় একটি চক্র ছাত্রদল নেতা শাকিল আহমেদের মাথা ফটিয়ে দিয়েছে বলে তাকে জড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যে, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করিয়েছে। প্রকাশিত সংবাদটি মিথ্যে, ভিত্তিহীন, বানোয়াট। ওই সংবাদের তীব্র প্রতিবাদ জানান।
এনএ/