১৪/০৬/২০২৫, ৭:০৩ পূর্বাহ্ণ
28.4 C
Dhaka
১৪/০৬/২০২৫, ৭:০৩ পূর্বাহ্ণ

হঠাৎ সনু নিগমের বাড়িতে পুলিশ কেন?

বিতর্কের শুরুটা ছিল, ব্যাঙ্গালুরুর সেই অনুষ্ঠানে যখন কন্নড় গান গাওয়ার অনুরোধ আসে ভারতীয় সংগীতশিল্পী সনু নিগমের কাছে। এরপরই তিনি রেগে গিয়ে বলেন, ‘আমার এই বিষয়টা ভালো লাগল না। এই ছেলেটির যা বয়স, তার চেয়ে বেশিদিন ধরে আমি কন্নড় গান গাইছি। কিন্তু এই ছেলেটি অত্যন্ত রূঢ় ভাবে আমাকে হুমকি দিচ্ছে ‘কন্নড়, কন্নড়’ বলে। এই জন্যই পেহেলগামের মতো ঘটনা ঘটে যায়।’

এই ঘটনার জেরে সনুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কর্নাটক হাইকোর্টে।

সেই মর্মে সনুর বয়ান রেকর্ড করার কথা রয়েছে। ফলে গায়কের বাড়িতে গিয়েই স্টেটমেন্ট নিতে যাবে পুলিশ। কর্নাটক হাই কোর্টের আদেশ অনুসারে এই জিজ্ঞাসাবাদ চলবে বলে জানা যাচ্ছে।

কিছুদিন আগেই কর্নাটক হাই কোর্ট জানিয়ে দিয়েছিল, আপাতত গায়কের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ করা যাবে না। সেই সঙ্গে গায়কের বয়ান ভিডিও মাধ্যমে রেকর্ড করার আবেদনেও সায় দেন বিচারপতি। সনুকে সশরীরে উপস্থিত হতে হবে না বলেও জানিয়ে দেওয়া হয়।

পড়ুন: সিরিয়ায় পুলিশ স্টেশনে বিস্ফোরণ, নিহত ৩

দেখুন: অনুমতি ছাড়া দাড়ি রাখতে পারবে না পুলিশ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন