26 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

সরস্বতী পূজা আজ: দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন ভক্তরা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর এই আরাধনা। পঞ্চমী তিথিতে বিশেষ করে শিক্ষার্থীরা দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্ম প্রণতি জানাচ্ছেন ভক্তরা।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে, শুভ্র রাজহংসে চেপে মর্ত্যে আসেন দেবী সরস্বতী। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, বাগদেবী সরস্বতী বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান দান করেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বরস্বতী পূজা উদযাপনে ৩৭টি মণ্ডপ সাজানো হয়েছে। নানা আলপনায় পূজার মঞ্চ সাজিয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মণ্ডপে মন্ডপে অনুষ্ঠিত হয় পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ময়মনসিংহে উৎসবমূখর পরিবেশে সরস্বতী পুজা উদযাপন করা হচ্ছে। জ্ঞান, বিদ্যা ও আরাধনার দেবীর চরণে শ্রদ্ধা জানিয়েছেন, নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কুষ্টিয়ায় নানা আয়োজনে চলছে বিদ্যার দেবীর পূজা। শহরের আড়য়াপাড়ার ফাল্গুনী সংঘসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে হয়েছে পূজার আয়োজন।

জ্ঞানের ভান্ডারে ভরে উঠবে দেশ, দূর হবে সব অশুভ শক্তি এমন প্রত্যাশায়, পটুয়াখালীতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। জেলার বিভিন্ন মন্দির ও বিদ্যালয়গুলোতে রয়েছে আয়োজন। টাঙ্গাইলেও বিদ্যা ও জ্ঞানের দেবীর পূজা ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে।

উৎসব মুখর পরিবেশে নাটোরে চলছে বিদ্যাদাত্রী দেবী সরস্বতীর পূজা। শুক্লা পঞ্চমীর অমিয় লগ্নে দেবী সরস্বতীকে বরণ করে আসনে প্রতিষ্ঠা করা হয়েছে। ঝিনাইদহেও পূজা ঘিরে রয়েছে নানা আয়োজন। সকাল থেকে স্কুল কলেজের শিক্ষার্থীদের পদচারণায় মুখর মন্ডপগুলো।

পাহাড়েও বিদ্যাদেবীর আরাধনা চলছে। মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে। রাঙামাটিতে দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে পুষ্পাঞ্জলি প্রদান করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

এনএ/

দেখুন: দেড়শ কোটি টাকায় তৈরি দুবাইয়ের হিন্দু মন্দির, দর্শনে লাগে অনলাইন বুকিং

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন