20 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

পেঁয়াজ-আলুতে মজুদ সংকট, মাংসে সরবরাহ সংকট!

সর্ষের ভূত চেপে বসেছে আলু-পেঁয়াজের বাজারে। সবজির দর নিন্মমুখী হলেও আসেনি ক্রেতা নাগালে। মাছ মাংসের বাজারতো বরাবরের মতোই চাঙ্গা। গরুর মাংসের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা।

শুল্ক কমানোর সুফল নেই পেঁয়াজ ও আলুর বাজারে। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি ৩০ টাকা বেড়ে পেঁয়াজ  বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। আর ১০ টাকা বৃদ্ধি পেয়ে আলু ৬০ টাকা। মজুদ সংকটের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা।

সবজির বাজার নিম্নমুখী হলেও এখনো আসেনি ক্রেতা নাগালে। পেপে ছাড়া পঞ্চাশ টাকার নিচে নেই কোন সবজি। তবে দু-একটি বাদে ৬০ থেকে ৭০ টাকায় মেলে প্রায় বেশিরভাগ সবজি। তবে টমেটো, গাজর ১৬০ টাকা। আর সিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

ইলিশ ধরা বন্ধে মাছের বাজার গরম। রুই-কাতলার ১৫ শতাংশ দাম বেড়ে ৩৪০ টাকা। চিংড়ি কেজি প্রতি বারোশো টাকা। আর বোয়াল- চিতল মিলবে হাজার টাকায়। মুরগীর বাজার স্থিতিশীল হলেও কেজিতে ৫০ টাকা বেড়েছে গরুর মাংস। এখানে ব্যাবসায়ীদের অজুহাত সরবরাহ সংকট।

শাকসবজি, মাছ-মাংস যাই কিনতে যান, বাজার করে ব্যগ ভরে স্বস্তি নিয়ে ফেরার উপায় নাই। তাই ক্রেতারা বলছেন, স্বস্তি ফেরাতে ভাঙ্গতে হবে সিন্ডিকেট।

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন