শিক্ষকদের পেনশন স্কিম বিরোধী আন্দোলনে কার্যত অচল দেশের শিক্ষাঙ্গণ। দেশের ৩৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা বন্ধ রেখেছেন সব একাডেমিক কার্যক্রম। পড়াশোনার ক্ষতি হচ্ছে জেনেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় শিক্ষকদের।
শিক্ষক-শিক্ষার্থীদের কর্মচাঞ্চল্যে মুখর থাকার কথা ছিল। অথচ ক্লাসে ঝুলছে তালা। হচ্ছে না কোনো পরীক্ষা। সব ধরণের একাডেমিক কার্যক্রম বন্ধ।
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলসহ তিন দফা দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে স্বীকার করে তারা বলছেন, এটি তাদের মর্যাদার লড়াই। পিছপা হওয়ার সুযোগ নেই।
শিক্ষকরা বলছেন, প্রত্যয় স্কিমে শিক্ষকদের সুযোগ-সুবিধা আগের চেয়ে কমবে। এটিকে ভিত্তিহীন উল্লেখ করে তারা বলেন, তাই ন্যায্য দাবিতে দেশজুড়ে একাট্টা হয়েছেন শিক্ষকরা। শিক্ষক ফেডারেশনের মহাসচিব জানান, দাবি আদায়ে অব্যাহত থাকবে কর্মসূচি।
দাবির দ্রুত বাস্তবায়ন চান শিক্ষকরা। আর কেবল তাতেই শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে মত তাদের।