শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে বন্ধ ঘোষণা করা হয়েছে অন্তত ৪০টি পোশাক কারখানা। একই পরিস্থিতি গাজীপুরের। মহাসড়ক আটকে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন পুরো এলাকায়।
কারখানায় বেকারদের নিয়োগ, চাকুরিতে নারী-পুরুষ সমতা, নিরাপদ কর্মপরিবেশ, নারী শ্রমিকদের হয়রানী বন্ধসহ বিভিন্ন দাবিতে, সাভারে বিভিন্ন কারখানার সামনে সকাল থেকে বিক্ষোভ শুরু করে চাকরি প্রত্যাশীরা।
এক পর্যায়ে সড়কে নেমে আসে বিভিন্ন কারখানার শ্রমিকরা। ইট পাটকেল নিক্ষেপ করা হয় কারখানা ভবনে। নবিনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপর সড়ক আটকে বিক্ষোভ করেন তারা। স্বজনপ্রীতির নিয়োগ বন্ধসহ শ্রমিকদের সাথে খারাপ আচরনকারীদের বরখাস্ত করার দাবিও জানান শ্রমিকরা।
এমন পরিস্থিতিতে গ্রীলডেন গ্রুপ, হামীম গ্রুপ, শারমীন গ্রুপ, স্ট্রারলিং গ্রুপসহ অন্তত ৪০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। সমস্যা সমাধানে চেষ্টা করে পুলিশ।
গাজীপুরেও কারখানায় নিয়োগের দাবীতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে সিটির ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।
এছাড়াও, জেলার কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ, সদর উপজেলার বিকেবাড়িসহ বিভিন্ন এলাকায় অন্তত ১১টি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কয়েকটি কারখানায় শ্রমিকরা মহাসড়কেও নেমে পড়ে।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ দীর্ঘ সময় অপেক্ষা করিয়েও, নতুন শ্রমিক নিয়োগ দেয়নি। এসময় কারখানার ভিতরে থাকা শ্রমিকরা ছাদ থেকে বিক্ষুদ্ধদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
সমস্যা সমাধানে মালিক পক্ষ, বিজিএমইএ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত এগিয়ে আসা উচিৎ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।