বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক গেমসের পর্দা উঠছে আজ। এবারের আসরের আয়োজক ফ্রান্স। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় প্যারিসের সিন নদীতীরে শুরু হবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধন ঘিরে সিন নদীর দুই পাড় সাজানো হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অলিম্পিক ইতিহাসে এবারই প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে নদীতে। এবারের আসরের থিম গেমস ওয়াইড ওপেন। ৬ থেকে ৭ হাজার অ্যাথলেট আইফেল টাওয়ারের পূর্ব কোণের অস্টারলিটজ সেতু থেকে নৌকা ও বার্জে করে সিন নদীর ৬ কিলোমিটার পাড়ি দেবেন। প্রায় ৫ লাখের বেশি দর্শক বিশেষভাবে তৈরি স্ট্যান্ড থেকে এই আয়োজন উপভোগ করবেন।