17 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

প্যারিস অলিম্পিকে মরক্কোর কাছে আর্জেন্টিনার নাটকীয় হার

অলিম্পিকের ফুটবল ইভেন্টের উদ্বোধনী দিনে নাটকীয়তার শিকার আর্জেন্টিনা। মরক্কোর বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। তবে, প্রায় দুই ঘণ্টা পর বদলে গেছে ম্যাচের ফল। অফসাইড হওয়ায়, বাতিল হয়েছে শেষের গোল। জয় নিশ্চিত হয়েছে মরক্কোর। এমন ঘটনায় ফিফার কাছে নালিশ করেছে আর্জেন্টিনা।

অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই মাঠে গড়িয়েছে ফুটবল ইভেন্ট। বুধবার প্রথমদিনে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে গেছে দুবারের স্বর্ণ জয়ী দল আর্জেন্টিনা। এই ম্যাচ শেষে ফিফা ডিসিপ্লিনারি কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে এএফএ।

সেন্ট এতিয়েনে ম্যাচের নির্ধারিত সময়ে ২-১ গোলে এগিয়ে ছিল মরক্কো। যোগ করা সময়ের ১৬ মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান ক্রিস্টিয়ান মেদিনা। এই গোলের পরই সবাই ভেবে নিয়েছিল ম্যাচটা ২-২ গোলে ড্র হয়েছে।

কিন্তু নাটকের শুরু এর পরেই। আর্জেন্টিনার গোলের পরেই মরক্কোর সমর্থকরা বোতল, প্লাস্টিকের কাপ আর অগ্নিশিখা ছুড়ে মারতে শুরু করেন। হট্টগোল শুরু হলে সুইডিশ রেফারি গ্লেন নাইবার্গ ম্যাচ স্থগিত করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে রেফারি আবার দুই দলের খেলোয়াড়দের মাঠে ডেকে পাঠান। দুই দল ফের মাঠে নামতেই ভিএআরে যাচাই করে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি অফসাইডের জন্য বাতিল করে দেন। এরপর আরও ৩ মিনিট ১৫ সেকেন্ড খেলা হলেও আর্জেন্টিনা আর গোল শোধ করতে না পারায় হার দিয়েই অলিম্পিক শুরু হয়েছে তাদের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন