29 C
Dhaka
রবিবার, নভেম্বর ১০, ২০২৪
বিজ্ঞাপন

প্যারিস অলিম্পিক: স্বর্ণ জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চীন

প্যারিস অলিম্পিকে দ্বিতীয় দিনের মতো শীর্ষস্থান ধরে রেখেছে চীন। নয়টি স্বর্ণসহ মোট ১৯ পদক দেশটির। গোল্ড মেডেলে জাপানকে ধরে ফেলেছে স্বাগতিক ফ্রান্স। পদকের সংখ্যা বেশি হওয়ায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। এদিকে, ফুটবলে স্পেনের কাছে হেরেও শেষ আটে ব্রাজিলের মেয়েরা।

গোল্ড মেডেলের লড়াই জমে উঠেছে প্যারিস অলিম্পিকে। জম্পেশ রেস চলছে চীন, জাপান, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের মধ্যে।

পদকের তালিকায় দ্বিতীয় দিনের মত শীর্ষস্থান ধরে রেখেছে চীন। ৯ স্বর্ণসহ ১৯টি পদক নিয়ে শীর্ষে দেশটি। এদিকে, জাপানকে হটিয়ে দ্বিতীয় স্থানে স্বাগতিক ফ্রান্স। দুই দেশেরই গোল্ড মেডেল ৮টি করে। তবে মোট পদক বেশি হওয়ায়, এগিয়ে ফরাসিরা।

তিনে থাকা জাপানের পদক সংখ্যা ১৫। স্বর্ণ ৮টি, রৌপ্য ১০টি এবং ব্রোঞ্জ ৮টি। ব্রিটেনকে টপকে টেবিলের চারে অস্ট্রেলিয়া। ৭টি স্বর্ণসহ মোট ১৬ পদক অস্ট্রেলিয়ার। আর ব্রিটেনের ৬ স্বর্ণসহ পদক ১৭টি।

টেবিলের ছয়ে দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রের পদক সবচেয়ে বেশি ৩০টি। তবে স্বর্ণপদক কম হওয়ায় টেবিলের সাতে অবস্থান তাদের।

অলিম্পিক নারী ফুটবলে স্পেনের বিপক্ষে ২-০ গোলে হেরেও কোয়ার্টার ফাইনালে ব্রাজিল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন ব্রাজিলের অধিনায়ক মার্তা। শেষ আটে তাদের লড়াই স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে।

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন