১৯/০৭/২০২৫, ২:৫৩ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:৫৩ পূর্বাহ্ণ

‘প্যালেস্টাইন অ্যাকশনকে’ নিষিদ্ধ করায় বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্য

‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করায় বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্যে। স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) লন্ডনের পার্লামেন্ট স্কয়ারের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন অনেকে। অন্যদিকে জার্মানির বার্লিনে ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দেয়ায় কয়েকজনকে আটক করে পুলিশ।

ফিলিস্তিনিদের সমর্থনে স্লোগান দেয়ায় স্থানীয় সময় শনিবার জার্মানির বার্লিনে এক আন্দোলনকারীর মুখ চেপে ধরে পুলিশ। চড়াও হয় আরও অনেকের ওপর। এসময় গাজায় চলমান গণহত্যা অবিলম্বে বন্ধ করতে ইসরাইলের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান বিক্ষোভকারীরা।

শনিবার একই ধরনের দৃশ্য দেখা যায় লন্ডনের পার্লামেন্ট স্কয়ারের সামনেও। এদিন বিক্ষোভে নামেন প্যালেস্টাইন অ্যাকশনের সদস্যরা। সংগঠনটির প্রতিবাদ সহিংস ছিল না, তবে পুলিশ পৌঁছেই ধর-পাকড় চালায়।

এর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাজ্য সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে—যা মধ্যরাত থেকে কার্যকর হয়। শুক্রবার রাতে এই নিষেধাজ্ঞা ঠেকাতে আদালতে শেষ মুহূর্তের লড়াইয়ে হেরে যায় সংগঠনটি। ব্রিটেনের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী ‘প্যালেস্টাইন অ্যাকশন’ এখন একটি নিষিদ্ধ সংগঠন।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের পক্ষে অবস্থান নিলে বা সদস্য হলে ১৪ বছরের কারাদণ্ড হতে পারে। ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর বিরুদ্ধে অভিযোগ, তারা গত ২০ জুন অক্সফোর্ডশায়ারের একটি ঘাঁটিতে প্রবেশ করে দুটি যুদ্ধবিমানে লাল রঙ ছোড়ে এবং রেঞ্চ দিয়ে ক্ষতি করে।

আন্দোলন হয়েছে সুইডেনের রাজধানী স্টকহোমেও। ‘গণহত্যা বন্ধ করো’—এ স্লোগানে রাস্তায় নামেন শত শত মানুষ। প্রতীকী শিশু পুতুল আর প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের নীরব ভূমিকার কথা তুলে ধরে ক্ষোভ জানান বিক্ষোভকারীরা।

পড়ুন : ফের চাকরি হারাচ্ছেন মাইক্রোসফটের ৯ হাজার কর্মী

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন