গত ১৪ সেপ্টেম্বর বিল্ডিং টেকনোলজি এন্ড আইডিয়াজ লিমিটেড (বিটিআই)- এর বিরুদ্ধে আয়োজিত প্রেস কনফারেন্সের একটি সংবাদ নাগরিক টেলিভিশন সহ অধিকাংশ গণমাধ্যমেই প্রচারিত হয়। বিটিআই এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এফ আর খান উক্ত প্রেস কনফারেন্সে উপস্থাপিত তথ্য সম্পর্কে গণমাধ্যমকে তার প্রত্রিক্রিয়া জানিয়েছেন।
গণমাধ্যমে প্রেরিত এক চিঠির মাধ্যমে তিনি তার প্রতিক্রিয়া জানান। বিটিআই ব্যবস্থাপনা পরিচালক ১৪ সেপ্টেম্বরের বিটিআই-এর বিরুদ্ধে আয়োজিত ঐ প্রেস কনফারেন্সটিতে উপস্থাপিত অভিযোগ সমূহকে অসত্য বলে দাবী করেছেন।
চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে যে ড. আহমেদ ফয়সাল চৌধুরী এবং তার স্ত্রী বিটিআই-এর কাস্টমার বা ল্যান্ডোনার নন
-বিজ্ঞাপন-