23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

জয়পুরহাটে প্রতারণা মামলায় শিক্ষকসহ তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার

জয়পুরহাটে প্রতারণা মামলায় শিক্ষকসহ তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ৩টায় পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী মীর মাহবুবুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের ধানমন্ডি এলাকার সামসুল ইসলামের ছেলে পারভেজ হোসেন (৩৫), সদর উপজেলার সোটাহার ধারকী গ্রামের কাজী মোফাজ্জল হোসেনের কাজী মাহফুজুর রহমান ওরফে মাস্টার (৫০) ও সাবিনা ইয়াসমিন। এছাড়াও এ ঘটনায় খলিলুর, বাপ্পি ও নাহিদসহ ৪/৫ জন আসামী পালিয়েছে। রিপোর্ট লেখার আগ পর্যন্ত জানা যায়নি মাহফুজুর রহমান ওরফে মাস্টার এর কর্মরর্তরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম। এছাড়াও সাবিনা ইয়াসমিনের পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রেস বিজ্ঞপ্তি বিশ্লেষণ দেখা যায়, জেলার সদর উপজেলার ধারকী গ্রামের মাহবুবুর রহমান নামে এক ব্যক্তিকে প্রতারণা করে আসামীরা। অপহরন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। এরমধ্যে কিছু টাকাও দিয়েছিল মাহবুব। কিন্ত তার কাছ থেকে বারবার কৌশলে মুক্তিপনের টাকা আদায় করে যাচ্ছিল প্রতারকরা। এক পর্যায়ে মামলা করলে পুলিশ কৌশলে তাদের গ্রেপ্তার করে। এসময় আসামীদের নিকটে পঞ্চম হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বর্তমানে তাদের জেল হাজতে পাঠিয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, এ ঘটনার আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আর পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এনএ/

দেখুন: প্রতারণার শিকার হয়ে নিজেই শুরু করেন প্রতারণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন