১৯/০৭/২০২৫, ১:৫৭ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ১:৫৭ পূর্বাহ্ণ

প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে চুয়াডাঙ্গায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

“চলো চলো ঢাকা চলো—২২ জুন ‘লং মার্চ টু যমুনা’”—এই স্লোগানকে সামনে রেখে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়গুলোর সরকারি স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে চুয়াডাঙ্গা জেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ জুন) বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলার জাফরপুরে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, চুয়াডাঙ্গা জেলা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাফিজ মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ঢাকা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন (বাবু), বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার উপদেষ্টা মো. আহসান হাবীব, মো. মোস্তাফিজুর রহমান (রনু), মো. আব্দুল কাদের, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান (টিপু), বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মোছাঃ শিরিনা আক্তার, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ নাছিম উদ্দিন, প্রমুখ।

সভাটি পরিচালনা করেন আব্দুল সাত্তার স্মৃতি অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জামাল উদ্দিন।

সভায় বক্তারা বলেন, দেশের শত শত প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় এখনও সরকারি স্বীকৃতি ও এমপিওভুক্তির বাইরে রয়েছে। ফলে এসব বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছেন।
তাঁরা দ্রুততম সময়ে এসব বিদ্যালয়কে স্বীকৃতি প্রদান ও এমপিওভুক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বক্তারা আরও জানান, এই দাবির পক্ষে দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে আগামী ২২ জুন ঢাকায় আয়োজিত ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে চুয়াডাঙ্গা জেলা।

সভায় জেলার চারটি উপজেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: চুয়াডাঙ্গার সাবেক এমপি ও আওয়ামী লীগ সভাপতি ছেলুন জোয়ার্দ্দারের মৃত্যু

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন