১৩/০৬/২০২৫, ১৩:৩৫ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৩:৩৫ অপরাহ্ণ

দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক কর্মশক্তি গড়ে তোলার লক্ষ্যে কর্মশালা

বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর আয়োজনে প্রমোটিং জেন্ডার রিসপনসিভ এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট এন্ড টিভিইটি সিস্টেমস (প্রোগ্রেস)-এর সহযোগিতায় দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্সের ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক কর্মশক্তি গড়ে তোলার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি মো. শামীম কবির।

আজ বুধবার (২১ মে) ব্র্যাক লার্নিং সেন্টার হলরুমে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর আয়োজনে প্রমোটিং জেন্ডার রিসপনসিভ এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট এন্ড টিভিইটি সিস্টেমস (প্রোগ্রেস)-এর সহযোগিতায় দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্সের ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক কর্মশক্তি গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি জান্নাতুন সাফা শাহিনুর এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম। কর্মশালায় ধন্যবাদ জ্ঞাপন করেন বিবিডিএন এর ডিরেকটর অপারেশনস আজিজা আহমেদ।

বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. তারেক মাহমুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল, উইমেন চেম্বার অব কমার্সের উপদেষ্টা মোহাম্মদ মামুন সরকার, মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উদ্যোক্তা ফারহানা ইয়াসমিন, মহিলা উন্নয়ন সংস্থার শামসুন নাহার রশনী ও সাবক এগ্রো’র আজমিরা প্রমুখ।

কর্মশালায় আলোচকরা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মবাজারে প্রবেশ করতে অনেক ক্ষেত্রেই বাঁধার সম্মুখীন হতে হয়। প্রতিবন্ধীদের কাজ করা বা শেখার প্রতিবন্ধীবান্ধব ব্যবস্থারও অভাব রয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে প্রধান বাঁধাটা আসে আমাদের সমাজ থেকেই। তাদের উপযোগী পরিবেশ তৈরী করে দিতে পারলে প্রতিবন্ধী ব্যক্তিরা নিজের জীবিকা নিজেরাই করতে পারবে। আমাদের সমাজে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। তাঁদের অনেকেরই কর্মশক্তি আছে। তাঁদের এই কর্মশক্তির ক্ষেত্র বাড়িয়ে দিতে পারলে তারাও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। প্রতিবন্ধী ব্যক্তিদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের মূল স্রোতে তাদের সম্পৃক্ত করে তাদের জীবন-জীবিকার পথ সম্প্রসারিত করতে হবে। তাদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে চেষ্টা চালাতে হবে। তাহলেই প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মশক্তি বৃদ্ধি পাবে ও আত্মবিশ্বাসও বাড়বে।

এনএ/

দেখুন: হাতের লেখা স্পষ্ট না হওয়ায় অকৃতকার্য প্রতিবন্ধী শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন