১৪/০৭/২০২৫, ১২:৩১ অপরাহ্ণ
26.7 C
Dhaka
১৪/০৭/২০২৫, ১২:৩১ অপরাহ্ণ

প্রতিবাদ-প্রতিরোধ-প্রত্যাশার গ্রাফিতি দেয়ালে দেয়ালে

সাম্প্রতিক ছাত্র আন্দোলনে সরকার বদলের সাথে সাথে বদলে যাচ্ছে ঢাকার দেয়ালগুলোর রূপও। দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা। সব মিলে ঢাকার মলিন দেয়ালগুলো রঙের ছোঁয়ায় যেন যৌবন ফিরে পেয়েছে।

সড়কে চোখ মেললেই নতুন বাংলাদেশের প্রতিবাদ কাব্য। রঙিন দেয়ালগুলো যেনো গণঅভ্যুত্থানের জ্বলজ্বলে উদাহরণ।

শিক্ষাপ্রতিষ্ঠানসহ বহু ভবনের দেয়াল, সীমানাপ্রাচীর, সড়কদ্বীপ, মেট্রোরেলের স্তম্ভ, উড়ালসড়কের স্তম্ভে গ্রাফিতি আঁকছেন শত শত শিক্ষার্থী। তারা নিজেরাই অর্থ জোগাড় করে রং ও আঁকার সরঞ্জাম কিনে মেতে উঠেছেন দেয়াল পরিষ্কার করে গ্রাফিতি লেখাসহ নানা পঙ্‌ক্তি লেখার কাজে।

এসব গ্রাফিতিতে অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতিকৃতি ও তাঁদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রতি, সমাজের-রাষ্ট্রের সংস্কার, ঘুষ-দুর্নীতি বন্ধ করা, স্বৈরতন্ত্রের অবসান, বাক স্বাধীনতা, সম-অধিকার থেকে শুরু করে সব রকমের অন্যায়-অবিচারের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিরোধের অগ্নিময় উক্তি।

এসেছে বহু কালজয়ী গান ও কবিতার পঙ্‌ক্তি। আছে নতুন বাংলাদেশের স্বপ্নের কথাও। মিরপুর শেওড়াপাড়া মেট্রোর পিলারের দিকে তাকালে দেখা যায়  অভিমানের সুরে সুবোধ তুই পালিয়ে যা না বলে বরং তাকে থেকে যাওয়ার আকুতিও জানানো হয়।

গ্রাফিতির কাজ করা শিক্ষার্থীরা বলেন দেশ  সংস্কারে তাদের সহপাঠীদের স্মৃতি ধরে রাখতে স্বাধীন দেশকে নতুনভাবে সাজাতে স্ব-উদ্যেগে তাদের এ আয়োজন।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন