বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার উদ্দেশ্য কখনোই জনগণের সেবা নয়। তিনি ক্ষমতায় এসেছেন তার পিতার হত্যার প্রতিশোধ নিতে। তিনি দাবি করেন, গত ১৭ বছরে দেশের নারী-পুরুষ, মা-বোন কেউই সরকারের নির্যাতনের হাত থেকে রেহাই পাননি।
তিনি বলেন, “হাসিনার নেতৃত্বে দেশ শাসিত হয়নি, বরং একটি প্রতিশোধপরায়ণ মনোভাব ও জুলুম-নির্যাতনের রাজনীতি চলেছে। তার পিতা হত্যার বদলা নিতেই সে বাংলাদেশে এসেছে।”
এ্যানি আরও বলেন, “আজ যারা ১৫ আগস্ট নিয়ে কথা বলেন, তারা মানুষের মনে জায়গা করতে পারেনি। শেখ মুজিব কিংবা শেখ হাসিনার প্রতি মানুষের হৃদয়ে ভালোবাসা নেই। তাই তারা ইতিহাসের আসল আলোচনার সুযোগও পায় না।”
তিনি আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট ও জঙ্গি শাসনের’ সঙ্গে তুলনা করে বলেন, “স্বাধীনতার পর থেকে তারা জুলুম-নির্যাতনের মাধ্যমে দেশ চালিয়েছে, মানুষের মৌলিক অধিকার হরণ করেছে।”
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এ্যানি বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ কখনোই রাজনৈতিক দলে পরিণত হয়নি। বরং তারা এখন ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী শক্তিতে রূপ নিয়েছে। শেখ হাসিনা জনগণের বন্ধু নন, তিনি গণশত্রুতে পরিণত হয়েছেন।
এ্যানি আরও বলেন, “গত ১৭ বছরে আওয়ামী লীগ একটি বর্বর শাসনের অধ্যায় রচনা করেছে। তারা গণতন্ত্র নয়, উন্নয়নের অগ্রাধিকার বলে চূড়ান্ত ক্ষমতা দখলের সুযোগ খোঁজে—যাতে দুর্নীতিকে বৈধতা দেওয়া যায়।”
তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে নির্যাতনের বিরুদ্ধে লড়ছি। সবশেষ জুলাইয়ের আন্দোলন পঁষসরহধঃবফ হয়ে ৫ আগস্টে শেষ হয়েছে। শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন, আর আওয়ামী লীগ এখন অরাজনৈতিক ও স্বৈরাচারী দলে পরিণত হয়েছে।”
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাসিবুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহ মোঃ এমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন প্রমুখ।
পড়ুন : লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে চেক হস্তান্তর


