23 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫

প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার শপথ বিএনপির

আগামী দিনে সঠিক রাজনীতিতে দেশকে নেতৃত্ব দেবে বিএনপি। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। বলেন, যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তার দল।

১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর দেশের চরম রাজনৈতিক সংকটে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

গত ১৬ বছর রাজনীতিতে কোনঠাসা ছিল দলটি। নতুন প্রেক্ষিতে আজ তারা পালন করছে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী।

বন্যায় জাকজমক না থাকলেও বেশ উৎসাহ ও উদ্দীপনায় দিনটি পালন করছে দলটির নেতাকর্মীরা। সকালে দলের প্রতিষ্ঠাতিার সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে নেতাকর্মীদের।

বিএনপি মহাসচিব বলেন, দেশকে একদলীয় শাসনের রাহুমুক্ত করে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বিএনপি যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিজ্ঞাবদ্ধ বলেন, মির্জা ফখরুল।

ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের মানুষ নতুন করে যে স্বাধীনতা পেয়েছে তার মর্যাদা রক্ষায় বিএনপি অগ্রণী ভূমিকা রাখবে বলেও দাবি তার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন