১০/১১/২০২৫, ২৩:২৯ অপরাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ২৩:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রথমবারের মতো ই-ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ বাংলাদেশের

বিজ্ঞাপন

ইলেকট্রনিক স্পোর্টস তথা ই-স্পোর্টসক এখন সারা বিশ্বে জনপ্রিয়। গত বছর সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে ই-ফুটবল বিশ্বকাপ। শুরুতে শুধু কনসোল থাকলেও এখন মোবাইল দিয়েও অংশ নেওয়া যাবে। ফিফা বিশ্বকাপের মতো এখানেও খেলোয়াড় তার দেশকে প্রতিনিধিত্ব করেন। একই ধারাবাহিকতায় চলতি বছরের শেষদিকে সৌদি আরবের রিয়াদে শুরু হচ্ছে ফিফা ই-ফুটবল বিশ্বকাপ। আর সেখানে এবার প্রথমবারের মতো অংশ নেয়ার সুযোগ থাকছে বাংলাদেশের।

রোববার (২৪ আগস্ট) বাফুফের কনফারেন্স রুমে ‘বিএফএফ ই-গেমস ন্যাশনাল কোয়ালিফায়ারস রোড টু রিয়াদ-২০২৫’ শিরোনামে একটি সংবাদ সম্মেলন করে ফেডারেশন। সেখানে জানানো হয়, ই-ওয়ার্ল্ড কাপের তিনটি গেইমে অংশ নেয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের- ই-ফুটবল কনসোল, ই-ফুটবল মোবাইল এবং রকেট লিগে।


‘ন্যাশনাল কোয়ালিফায়ারস রোড টু রিয়াদ’ বিজয়ী খেলোয়াড় অথবা দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এশিয়া-ইস্ট এবং ওশানিয়া অনলাইন রিজিওনাল কোয়ালিফায়ার’স–এ। যেখানে সমগ্র রিজিওন থেকে ই-ফুটবল কনসোলে ৩টি দল এবং ই-ফুটবল মোবাইলে ৪ জন খেলোয়াড় রিয়াদে অনুষ্ঠিত ফিফা ই-ফুটবল বিশ্বকাপে অংশ নিতে পারবে। রকেট লিগের কোয়ালিফিকেশনের তথ্য পেলে সেটা জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বাফুফে।

বাংলাদেশের জাতীয় সিলেকশন ইভেন্ট অর্থাৎ বিএফ ই-গেমস ন্যাশনাল কোয়ালিফায়ার’স রোড টু রিয়াদ-২০২৫ এর ফুটবল কনসোল সেগমেন্টের রেজিস্ট্রেশন চলবে ২৪ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত। ই-ফুটবল মোবাইল ফাইনাল রাউন্ডগুলো অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর।

রকেট লিগ সেগমেন্টের রেজিস্ট্রেশন চলবে ২৫ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এবং কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে ফাইনাল রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর। প্রতিটা গেইমের কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে ফাইনাল রাউন্ড খেলা হবে অফলাইনে, তথা ল্যান-এ। এবং ভেন্যু বিষয়ক সকল তথ্য পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

ফিফার সহযোগিতায় আয়োজিত ই-ফুটবল প্রতিযোগিতার প্রথম ধাপ, চ্যালেঞ্জার সিরিজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এরপর শুরু হবে জাতীয় পর্যায়ে মনোনয়ন। যেখানে বাফুফে কনসোল বিভাগে ২ জন ও মোবাইল বিভাগে মনোনীত করবে একজনকে। কনসোল বিভাগের আঞ্চলিক বাছাই চলবে ১৭-২৮ সেপ্টেম্বর। এছাড়া ২-১২ অক্টোবর হবে মোবাইল বিভাগের বাছাই।

আঞ্চলিক বাছাইয়ে বাংলাদেশ রয়েছে পূর্ব এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে। যেখান থেকে কনসোলে তিনটি ও মোবাইল বিভাগ থেকে মূলপর্ব খেলবে চারটি দল। ছয়টি অঞ্চল থেকে দুই বিভাগে মোট ১১ টি দল জায়গা করে নেবে বিশ্বকাপে।

পড়ুন : ‘দ্য গার্ডিয়ান’-এ বাংলাদেশ ফুটবলের ঐতিহাসিক সাফল্য ও অর্জনের প্রশংসা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন