27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

স্বর্ণের দাম দেড় লাখ ছাড়ালো, আজ থেকে ২২ ক্যারেটের দাম ১,৫১,২৮২ টাকা: বাজুস

দেশে প্রথমবারের মতো স্বর্ণের দাম দেড় লাখ টাকা ছাড়িয়েছে। নতুন মূল্যবৃদ্ধির ফলে আজ থেকে ২২ ক্যারেট সোনার ভরি দাম ১,৫১,২৮২ টাকা হয়েছে। বাংলাদেশ স্বর্ণ বাজার অনুযায়ী, চলতি মাসে এটি চতুর্থবারের মতো মূল্যবৃদ্ধি।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে। তবে আগের দামেই বিক্রি হবে রুপা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কথা জানিয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধি পাওয়ায়, সোনার বাজার মূল্য সমন্বয় করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে সেটি কার্যকর হবে।

সংগৃহীত

এ দফায় সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা। এটি দেশের ইতিহাসে সোনার এযাবৎকালের সর্বোচ্চ দাম।

চলতি মাসে এ নিয়ে চতুর্থবারের মতো সোনার দাম বাড়ানো হয়েছে। এর আগে সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৯৪ টাকা বাড়ানো হয়। তাতে প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা।

নতুন দাম অনুযায়ী, আজ থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২৩ হাজার ৭৬৭ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা দাম হবে ১ লাখ ১ হাজার ৯৩২ টাকা।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪৩ হাজার ১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২২ হাজার ৫৭৭ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৯১৭ টাকায় বিক্রি হয়েছে।

সেই হিসাবে আজ থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার মূল্যে, ১ হাজার ৪৭০ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ১৯০ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ১৫ টাকা দাম বাড়বে।

দেখুন: ভুটান থেকে কম দামে স্বর্ণ কেনার সুযোগ

পড়ুন:বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড

এসএম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন