27.7 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

প্রথমবার বাংলাদেশের অনুশীলনে হামজা

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরি বাংলাদেশের জার্সিতে খেলতে যাচ্ছেন। তারই ধারবাহিকতায় প্রথমবার আজ দলের সঙ্গে কিংস অ্যারেনায় অনুশীলন করেছেন তিনি।

হামজার প্রথম অনুশীলন সেশন উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় বেশ সচেষ্ট ছিল। বাফুফে অধিভুক্ত ফুটবল ক্লাব ও বিভিন্ন সংস্থাকে হামজার অনুশীলন দেখার জন্য আমন্ত্রিত টিকিট দিয়েছিল। সেই টিকিটে অনেকে এসেছেন।

হামজার প্রথম অনুশীলন সেশন হওয়ায় গণমাধ্যমের আগ্রহও ছিল তুঙ্গে। যদিও পুরো অনুশীলন সময় মিডিয়াকে দেখতে দেননি হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। মিডিয়া থাকাবস্থায় প্রথম মিনিট পনেরোতে শুধু সাধারণ রানিং ও বল পাসিং করতে দেখা গেছে। গত পরশু বাংলাদেশে আসার পর থেকে হামজা অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন। আজ বল নিয়ে নেমে বেশ প্রাণবন্ত দেখা গেছে হামজাকে। তার সতীর্থরাও হামজার সঙ্গে বল দেয়া-নেয়া রানিংয়ে বেশ প্রাণোচ্ছল ছিলেন।


মিডিয়া সেশনের পরেই মূলত কোচ আসল গেম প্ল্যানে যাবেন। পজিশন ভিত্তিক ব্লকিং, কম্বিনেশন নিয়ে বিস্তারিত কাজ করবেন। দুই সপ্তাহের বেশি সময় অনুশীলন চলছে। হামজা আজ প্রথম যোগ দেয়ায় এখন মূলত তাকে ঘিরেই দলীয় পরিকল্পনা বাস্তবায়ন ও সমন্বয়ের কাজ করবেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। কলকাতা থেকে আরেক ফ্লাইটে বিকেলে শিলং পৌঁছাবেন হামজা-জামালরা। আগামীকাল ভারতে অনুশীলনের সম্ভাবনা নেই বললেই চলে। ২৫ মার্চ ম্যাচের আগে ২১-২৪ তারিখ অনুশীলন করার সুযোগ পাবে বাংলাদেশ।

পড়ুন : হামজা চৌধুরীর স্ত্রী কে এই অলিভিয়া?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন