মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দেয়া ২১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে ৩৬ ওভারেই দলীয় ৯৫ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশের পক্ষে নিগার সুলতানা সর্বোচ্চ ২৭ রান করেন। অস্ট্রেলিয়ার এ্যাশলে গার্ডনার ৩টি উইকেট নেন।
এর আগে মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারী অস্ট্রেলিয়া দল। পরে হাল ধরেন অ্যানাবেল সাউদারল্যান্ড ও অ্যালানা কিং। অ্যানাবেল ৫৮ ও অ্যালানা করেন ৪৬ রান। দুজনেই অপরাজিত থাকেন। ৭ উইকেটে ২১৩ রান তোলে অস্ট্রেলিয়া। দুটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।