অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘হারমনি অ্যাওয়ার্ড’ দিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।
এই সম্মাননা দেয়ার মাধ্যমে সমাজ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে ইউনূসের ‘অনন্য অবদান’, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এবং একটি টেকসই ও সাম্যবাদী বিশ্ব গঠনের চেষ্টাকে স্বীকৃতি জানানো হয়েছে।
পুরস্কার গ্রহণকালে অধ্যাপক ইউনূস বলেন, ‘এটি একটি অসাধারণ পুরস্কার। বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে রাজা চার্লস তৃতীয় যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘এটি শুধু আমার কাজের স্বীকৃতি নয়, বরং এটি সেই মূল্যবোধগুলোকেও সম্মান জানায়—যেগুলো রাজাও ধারণ করেন।’
অধ্যাপক ইউনূস আশাবাদ প্রকাশ করে বলেন, ‘এই সম্মান তরুণদের অনুপ্রাণিত করবে। তারা যেন স্বপ্নের বাংলাদেশ গঠনে সাহস ও প্রত্যয় নিয়ে এগিয়ে যায়।’
পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে বাকিংহাম প্যালেসে রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে অধ্যাপক ইউনূসের একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই বৈঠকে উভয়ের মধ্যে পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
পড়ুন: প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক হবে ওয়ান টু ওয়ান : প্রেস সচিব
এস