২০/০৬/২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো স্থানীয় শ্রম বিষয়ক সংস্কার কমিশন

শ্রম বিষয়ক সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের মূল সুপারিশ—সকল শ্রমিকের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করা।

সোমবার (২১ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।

আজাদ মজুমদার বলেন, সংস্কার কমিশন জাতীয় ন্যূনতম শ্রম মজুরি নির্ধারণের সুপারিশ করেছে। এ সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সহায়তা অত্যন্ত জরুরি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন আন্দোলনে শ্রমিকদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারসহ শ্রমিক সংগঠন গঠনের প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া, সব কলকারখানায় যৌন নিপীড়ন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে।

এর আগে দুপুরে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শ্রম সংস্কার কমিশনের সদস্যরা প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।

গত নভেম্বরে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদকে প্রধান করে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়।

পড়ুন : প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন