প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে মূল ফটকে সেনা মোতায়েন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ৫টি জিপে করে সেনাসদস্যরা ১ নম্বর ফটকের সামনে অবস্থান নেন।
এর আগে বিকেল সোয়া ৫টার দিকে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের মাসিক ভাতাসহ মোট ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বিছানা বিছিয়ে শুয়ে পড়েন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের জন্য প্রধান উপদেষ্টা কার্যালয়ের ১ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ এবং বের হওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া কার্যালয়ের সামনের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
