২২/০৬/২০২৫, ০:০১ পূর্বাহ্ণ
28 C
Dhaka
২২/০৬/২০২৫, ০:০১ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টা নতুন করে রাজনৈতিক সংকট ঘনিভূত করছেন: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, এক তরফাভাবে এপ্রিলে নির্বাচনের টাইমলাইন নির্ধারণ করে প্রধান উপদেষ্টা নতুন করে রাজনৈতিক সংকট ঘনিভূত করছেন। এতে সরকারের উদ্দেশ্য এবং নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে । সরকারের এমন আচরন জনগণকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথমুখী করতে পারে ।

তিনি মঙ্গল বার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন । বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আয়োজিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ – সহযোগী সংগঠণের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ধর্ম-বর্ণ ও শ্রেণী-পেশার নেতৃবৃন্দ , এবং চব্বিশের গণ অভুত্থানে শহীদ পরিবার, আহত ও বিগত ১৫ বছর ফ্যসিবাদ বিরোধী আন্দোলনে হামলা-মামলা, জেল, জুলুমের শিকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এমরান সালেহ প্রিন্স উপস্থিত সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া , ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও ঈদের শুভেচ্ছা জানান ।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বিস্ময় প্রকাশ করে বলেন, দুই একটি দল ছাড়া বিএনপিসহ সকল রাজনৈতিক দল, এবং রাষ্ট্রীয় শক্তিসমূহ মধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবী করলেও হঠাৎ এপ্রিলে নির্বাচনের একতরফা টাইমলাইন ঘোষনা সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, কর্তৃত্ববাদী একনায়ক হাসিনার মতো নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দল সমুহকে অবজ্ঞা ও উপেক্ষা করছে ডক্টর মুহম্মদ ইঊনূস । সরকার যদি তাদের নির্বাচন সংক্রান্ত এক তরফা পরিকল্পনা পরিহার না করে তবে নির্বাচন ও গণতন্ত্রের জন্য অধীর অপেক্ষারত জনগণকে সাথে নিয়ে বিএনপি যে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না ।তিনি আরও বলেন, ঢাকায় বিভিন্ন পয়েন্টে সভা সমাবেশের ওপর যতই নিষেধাজ্ঞা দেয়া হোক না কেনো, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তারেক রহমান ডাক দিলে ঢাকায় তিল ধারণের জায়গা থাকবে না এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগন ঢাকা ত্যাগ করবে না । এরকম পরিস্থিতি বিএনপি চায় না উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন বিএনপি গণ অভুত্থানের আকাঙ্ক্ষা ধূলিস্যাত হতে দেবে না ।

তিনি সরকারের প্রতি তাদের নির্ধারিত নির্বাচনের টাইমলাইন পুনর্বিবেচনা করে রাজনৈতিক দলের সাথে আলোচনা পুর্বক নির্বাচনের নতুন টাইমফ্রেম ঘোষণারও আহবান জানান। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির কাছে দেশ, জনগণ ও গনতন্ত্র সর্বোচ্চ অগ্রাধিকার । বাংলাদেশকে নিয়ে যে কোন অপতৎপরতা জনগণকে সাথে নিয়ে বিএনপি রুখে দিবে। গ্রাম – শহরে বিএনপির পক্ষে গণজোয়ার দেখে মহল বিশেষ দিশেহারা।

অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন , ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন প্র্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

এমরান সালেহ প্রিন্স এর আগে সকালে ধোবাউড়া সদরের ভূট্টা গ্রামে দাতব্য সংস্থা হিউম্যান হেল্প এর উদ্যোগে দুঃস্থ মানূষের মাঝে কোরবানীর গোস্ত বিতরণ করেন।

পড়ুন: স্থিতিশীলতা ও শৃঙ্খলা রক্ষায় জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারছে না সরকার : প্রিন্স

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন