30 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

‘প্রবাসীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রক্সি ভোটের বিকল্প নেই’

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ দিতে হলে এই মুহূর্তে প্রক্সি ভোট ছাড়া অন্য কোন বিকল্প নেই বলে জানিয়েছেন নিবার্চন কমিশন সানাউল্লাহ। ওআইসি প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়,বাংলাদেশের আগামী নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের করতে যেকোনো সহায়তা দেবে ওআইসি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে আজ সোমবার (১৭ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ওআইসিভুক্ত ১০টি দেশের ১১ জন মিশন প্রধানদের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্ব চার কমিশনার এবং কমিশনের উর্ধতন কর্মকর্তারা।

প্রায় ঘন্টাব্যাপি বৈঠকের পর ওআইসি প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আগামী নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ ও সুন্দর করতে সব ধরনের সহায়তা ওআইসি।

নির্বাচন নিবার্চন কমিশন সানাউল্লাহ বলেন,ওআইসির সাথে বিভিন্ন বিষয়ের মধ্যে প্রবাসীদের ভোটিং বিষয়ে বিশেষ ভাবে আলোচনা হয়। তবে প্রবাসীদের ভোট গ্রহণ নিশ্চিত করতে হলে এ মুহুর্তে প্রক্সি ভোট ছাড়া অন্য কোন বিকল্প নেই।

বর্তমান কার্যক্রমের পাশাপাশি কমিশনের  বিভিন্ন প্রস্তুতি নিয়ে ওআইসির মিশন প্রধানদের সাথে আলোচনা হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার।

এনএ/

দেখুন: স্বজনদের ছেড়ে কেমন কাটছে প্রবাসীদের ঈদ? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন