বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে কিছু মামলা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (৫ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
কায়সার কামাল বলেন, ‘তারেক রহমানকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এই মিথ্যা মামলাগুলো করা হয়েছিল। পরবর্তীতে হাইকোর্ট মামলাগুলো স্টে করেন এবং রুল জারি করেন। রুলের শুনানির পর মামলাগুলো খারিজ করেছিল আদালত। আপিলে শুনানি করে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন করেছেন। অর্থাৎ খারিজ করে দিয়েছেন। এই আদেশের ফলে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে এ মামলাগুলো আর চলবে না। বাতিল করা হলো। এর মাধ্যমে প্রমাণিত হয় ওয়ান ইলেভেন ও শেখ হাসিনা সরকার যেসব মামলা তারেক রহমানের বিরুদ্ধে করেছে সবগুলো ছিল মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক। আদালত চুলচেড়া বিশ্লেষণ করে দেখেছেন এই মামলাগুলোর আইনগত কোনো ভিত্তি ছিল না। যে কারণেই আদালত মামলাগুলো বাতিল করেছেন।
কায়সার কামাল বলেন, এর আগে তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে দায়ের করা চারটি মামলা বাতিল করে রায় দিয়েছিল হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিল রাষ্ট্রপক্ষ। আজকে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এ আদেশের ফলে হাইকোর্টের রায়টি বহাল থাকল। অর্থাৎ তারেক রহমান সাহেবের বিরুদ্ধে এই চারটি মামলা আর চলবে না।
আজ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখে আপিল বিভাগও। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নাল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ মাকসুদুল্লাহসহ বিএনপিপন্থী আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
এর আগে গতকাল রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। সেই আপিল অনুযায়ী আজকে আপিল বিভাগে মামলাগুলো সকালেই শুনানি করা হয়।
২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে এসব মামলা করেন। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় আবেদন করা হয় হাইকোর্টে।
গত ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি।
//সাকু