34.5 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি : মির্জা ফখরুল

অনির্দিষ্টকালের জন্য সংস্কার চলতে পারে না। মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে ষড়যন্ত্র হচ্ছে। জনগণের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ মার্চ) বাড্ডার বেরাইদে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে টার্গেট করা হচ্ছে। তাদের লক্ষ্য দেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দেয়া। এছাড়াও ভুল ব্যাখার মাধ্যমে দেশে বিভাজন সৃষ্টি করতে চায় ষড়যন্ত্রকারীরা। এ সময় দলটি ভারত, পাকিস্তান বা যুক্তরাষ্ট্র কারও পক্ষে নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, অল্প সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

পড়ুন : নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ‘অত্যন্ত অস্পষ্ট’ : মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন