26.5 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ ও তুরস্কের জন্য লাভজনক হবে: পররাষ্ট্র উপদেষ্টা

মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ ও তুরস্কের জন্য লাভজনক হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (১২ এপ্রিল) তুরস্কে অনুষ্ঠিত ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫’-এর ফাঁকে ‘টার্কিশ এয়ারোস্পেস’-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমেত ডেমিরোগ্লুর সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি। বৈঠকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমও উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বৈঠকে মো. তৌহিদ হোসেন বলেন, “মহাকাশ প্রযুক্তিতে ঢাকার একটি নির্ভরযোগ্য অংশীদার প্রয়োজন। তুরস্ক যদি সহযোগিতার হাত বাড়ায়, তবে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে।”

বৈঠকে বাংলাদেশে প্রযুক্তিগত বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রগুলো অন্বেষণে উভয় পক্ষ সম্মত হয়। আলোচনার পর মহাকাশ প্রযুক্তি বিষয়ক সহযোগিতা জোরদারে তুরস্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফরে আসবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫’ শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আনাতোলিয়ায় শুরু হয়েছে। ফোরামের প্রতিপাদ্য ‘বিভক্ত বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এ আন্তর্জাতিক ফোরাম অনুষ্ঠিত হচ্ছে।

ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ প্রায় চার হাজার অতিথি অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে আছেন নীতিনির্ধারক, শিক্ষাবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যম ও সুশীল সমাজের সদস্যরা।

আয়োজকরা জানিয়েছেন, এই ফোরামের মাধ্যমে বর্তমান বৈশ্বিক সংকটময় প্রেক্ষাপটে কূটনীতির গতি ফেরানো এবং একটি বিভক্ত বিশ্বে সম্মিলিত পদক্ষেপের ভিত্তি গড়ে তোলার উপায় অনুসন্ধান করা হচ্ছে।

বাংলাদেশ-তুরস্ক মহাকাশ প্রযুক্তি ও বিনিয়োগ খাতে সম্ভাব্য অংশীদারিত্বের আলোচনা উভয় দেশের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

পড়ুন: মহাকাশপ্রেমীদের জন্য জু্নে আসছে অ্যানিমেশন মুভি ‘এলিও’

দেখুন: রান্নার গ্যাসের দাম একলাফে ২৬৬ টাকা বাড়ল | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন