২১/০৬/২০২৫, ২৩:৪৪ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২৩:৪৪ অপরাহ্ণ

প্রাথমিকে ৪৪ হাজার পদের বিজ্ঞপ্তি শিগগিরই

দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রায় ৪৪ হাজার নিয়োগ আসছে। আগামী এক মাসের মধ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে এমন তথ্য জানা গেছে।

ডিপিইর পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের গবেষণা কর্মকর্তা (নিয়োগ) এস এম মাহবুব আলম জানিয়েছেন, নতুন নিয়োগ বিধি অনুমোদনের প্রক্রিয়া প্রায় শেষের দিকে। বিধি প্রকাশের সাত দিনের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সম্ভব হবে।

জানা গেছে, বর্তমানে সহকারী শিক্ষক পদে ৮ হাজার ৪৩টি শূন্য পদ রয়েছে। যা বিজ্ঞপ্তি প্রকাশের সময় ১০ থেকে ১২ হাজার হতে পারে। পাশাপাশি ৩২ হাজার সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেলে এইসব পদেও নতুন নিয়োগ দেওয়া হবে।

প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত আইনি জটিলতার কারণে দীর্ঘদিন এই প্রক্রিয়া বন্ধ ছিল। তবে ২০২৩ সালে পদোন্নতির কার্যক্রম পুনরায় শুরু হয়। সব জটিলতা কেটে গেলে চলতি অন্তর্বর্তী সরকার ৪০ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগে প্রস্তুতি নিচ্ছে।

নারী, পোষ্য এবং জেলা কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার পরই চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

পড়ুন: দিনাজপুরে জেলা প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষায় সহকারী শিক্ষকের উত্তরের প্ররোচনা

দেখুন: দিনাজপুরে দৃষ্টি নন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন