প্রাথমিক পর্যায়ের প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব হবে। জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে, এ কথা জানান তিনি। সরকারপ্রধান বলেন, দারিদ্র্য থেকে মুক্তির মূল শক্তি শিক্ষা। শিশুদের মেধা বিকাশে নতুন কারিকুলাম তৈরির কথাও জানান বঙ্গবন্ধুকন্যা।
আজ বৃহস্পতিবার কালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতেই বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩৮ জনকে পদক এবং প্রশাসনিক পর্যায়ের নানা স্তরের ১৮ জন শিক্ষক-কর্মকর্তা ও প্রতিষ্ঠানের হাতে পদক তুলে দেন বঙ্গবন্ধুকন্যা।
প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ের সব বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। জানান, প্রাক-প্রাথমিক শিক্ষা দুই বছরের করার পরিকল্পনা রয়েছে।
সরকারপ্রধান বলেন, স্বজন হারিয়ে বেঁচে থাকার কষ্টাটা অনেক বেশি। জনগণের সমর্থনে এক প্রকার জোর করে দেশে ফেরার কথাও স্মরণ করেন তিনি।
এরপরই প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উপভোগ করেন শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান।